বেড়েই চলেছে মুরগির দাম

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

বেড়েই চলেছে ব্রয়লার মুরগির বাজার। গত এক মাস আগেও প্রতি কেজি মুরগি বিক্রি হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকা। ক্রমান্বয়ে দাম বাড়তে বাড়তে বর্তমানে সেই মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। খুচরা মুরগি বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে মুরগির চাহিদার তুলনায় যোগান কমে গেছে। পাইকাররা এখন আগের মতো মুরগি সরবরাহ দিতে পারছেন না।
সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালীন লকডাউনের কারণে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান থমকে যায়। এর আগে থেকে চাহিদা কমার কারণে খামারীরা মুরগির উৎপাদন কমিয়ে দেয়। তবে বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আগের মতো স্বাভাবিক ধারায় ফিরেছে। মূলত সে কারণে বাজারে মুরগির সরবরাহ সংকট দেখা দিয়েছে।
গতকাল কাজির দেউরির মুরগির বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ব্রয়লার মুরগির পাশাপাশি দাম বেড়েছে সোনালী মুরগিরও। তবে স্থিতিশীল আছে দেশী মুরগির বাজার। সোনালী মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। এছাড়া দেশী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪২০ টাকায়। কাজীর দেউরি বাজারের মুরগি বিক্রেতা আবুল হোসেন বলেন, বাজারে ব্রয়লার মুরগি আসছে কম। পাইকারীতে দাম বেশি, তাই আমাদের বেশি দামে মুরগি বিক্রি করতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসবকিছু বের করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপদ-পদবী বিক্রিকারীদের স্থান দক্ষিণ জেলা আওয়ামী লীগে হবে না