বেস্ট অ্যাওয়ার্ড পেলেন আজাদী কক্সবাজার প্রতিনিধি গিয়াস

মানবিক সাংবাদিকতা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

মানবিক সাংবাদিকতা বিষয়ক রিপোর্টিং-এ ‘বেস্ট অ্যাওয়ার্ড’ পেলেন আজাদীর কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াসসহ কঙবাজারের ৫ সাংবাদিক। স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে কর্মরত কক্সবাজারের সাংবাদিকদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কঙবাজার শহরের এক অভিজাত হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে পাঁচজন বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন দৈনিক আজাদীর আহমদ গিয়াস, বাংলাদেশ পোস্টের সারোয়ার আজম মানিক, নাগরিক টিভির মনোতোষ বেদজ্ঞ, আজকের দেশ-বিদেশের দীপক শর্মা দীপু এবং জাগোনিউজের সায়ীদ আলমগীর।

ইউএসএআইডির ‘জরুরি খাদ্য নিরাপত্তা কর্মসূচি’ বা ইএফএসপি’র আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করে ‘এক্সপোজার কমিউনিকেশন’। এতে অংশ নেন মোট ২৪ জন সাংবাদিক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স (বিআরসিআর) উক্ত ইএফএসপি কর্মসূচি বাস্তবায়ন করেছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিআরসিআর’র রেসপন্স ডিরেক্টর ফ্রেডেরিক ক্রিস্টোফার, কঙবাজারের সাংবাদিক তোফায়েল আহমেদ, বাংলাদেশ পোস্টের নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) এবং ইএফএসপির চিফ অব পার্টি মো. রজব আলী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ভূপ্রকৃতি রক্ষায় সকলে সামিল হোন : সুজন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে ব্যবসায়ীর সাথে সাংবাদিকদের মতবিনিময়