বেসরকারি স্কুল ভর্তি লটারির ফল প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু সরকারি স্কুলের

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সরকারি স্কুলের পর এবার বেসরকারি স্কুল ভর্তিতে লটারির ফল প্রকাশিত হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল (১৯ ডিসেম্বর) বিকেলে সারাদেশের বেসরকারি স্কুলগুলোর ভর্তি লটারি কার্যক্রম সম্পন্ন হয়। কেন্দ্রীয়ভাবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ লটারি কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://www.gsa.teletalk.com.bd) -এ গিয়ে লটারির ফলাফল দেখা যাচ্ছে। ভর্তির জন্য নির্বাচিতদের তালিকার পাশাপাশি একই সাথে অপেক্ষামাণ তালিকাও প্রকাশ করেছে মাউশি। স্কুলগুলোর প্রতিটি শ্রেণিতে শূন্য আসনের সমান সংখ্যক (কোটাসহ) শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন। অবশ্য, একই সাথে অপেক্ষামাণ তালিকাও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, সরকারি স্কুল ভর্তিতে লটারি অনুষ্ঠিত হয় গত ১৫ ডিসেম্বর। লটারিতে ভর্তির জন্য নির্বাচিতদের ভর্তি কার্যক্রম গতকাল (১৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগরের দশটি সরকারি স্কুলেও ভর্তি কার্যক্রম চলছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াত নেতিবাচক রাজনীতি না করলে দেশ অনেক এগিয়ে যেত : তথ্যমন্ত্রী