বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন তদারকি করা হোক

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাটা প্রাতিষ্ঠানিক হতে পারে বা অপ্রাতিষ্ঠানিকও হতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় কিছু প্রক্রিয়া থাকে যা দেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে গৃহীত হয়। উত্তম শিক্ষাটা যেন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা যায় এটাই থাকে মূল উদ্দেশ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ও প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি কলেজগুলোর পাশাপাশি বিভিন্ন বেসরকারি কলেজও রয়েছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বাঁধাগ্রস্ত হয়। অতিরিক্ত সেশন ফি, রেজিস্ট্রেশন ফি সহ বিভিন্ন ফি শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত আদায় করা হয় কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নির্ধারিত ফি, তার থেকেও অতিরিক্ত আদায় করে এসকল বেসরকারি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদেরকে বাধ্য করা হয় বিভিন্ন খাতের ব্যয় দেখিয়ে অর্থ প্রদান করতে। আবার অনেক শিক্ষার্থী অর্থের অভাবে তার স্বপ্নটা জলাঞ্জলি দেয়। শিক্ষাটা ব্যবসায়ে রূপ নিচ্ছে প্রতিনিয়ত, এসব অনিয়মের ফলে মানসিকভাবে ভেঙে পড়ে হাজার হাজার শিক্ষার্থী। তাই শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গের কাছে অনুরোধ ফি নির্ধারণের ক্ষেত্রে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক তদারকির মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হোক।

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম
হালিশহর, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধনীহাররঞ্জন রায় : বহুশাস্ত্রবিদ
পরবর্তী নিবন্ধসৃষ্টির শ্রেষ্ঠ জীবের বৈশিষ্ট্য কি হারিয়ে ফেলছি?