বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি কাদেরের

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

নির্ধারিত ভাড়ার বেশি নিলে পরিবহন মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের। খবর বিডিনিউজের।
তিনি বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয়। এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিকরা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। গ্যাস অকটেন ও পেট্রোলচালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। ট্রাক-কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে। তারা রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে; রাজনীতিকে কলুষিত করেছে। যারা মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যা করে স্বাধীনতার চেতনাবিরোধী ধারায় রাষ্ট্র পরিচালনা করেছিল, সিপাহী জনতার বিপ্লব নামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যা করেছিল, সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার। হাতের তালু দিয়ে বিএনপি আকাশ ঢাকতে চায় কিন্তু সত্য প্রকাশিত হবেই। সত্যের বন্যা অপ্রতিরোধ্য।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুটি ডিভাইসসহ দুই ভাই গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দল হিসেবে বিএনপির অস্তিত্ব সন্দেহজনক : প্রধানমন্ত্রী