বেঁচে থাক আশা

অঞ্জলি চৌধুরী | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আশা আছে ভাষা নেই
দুই চোখ অন্ধ,
চারদিকে ধূ-ধূ- মরু
নিঃশ্বাস বন্ধ।
কেউ সুখে পাথর আর
কেউ খোঁজে মন্ত্র,
আমি আশালতা তাই
উজবুক যন্ত্র।
বেশ আছি ভালো আছি
ভালো থাকা গল্পে,
যাতনার ভাষা নেই
প্রকাশিত অল্পে।

হাসিখুশি চলে যায়
এই চেনা মুখটায়,
আশালতা বেঁচে থাকি
হৃদে রাখা বুকটায়।

পূর্ববর্তী নিবন্ধমানবিক গুণাবলী কি আজ হারিয়ে যাচ্ছে!
পরবর্তী নিবন্ধজাহানারা ইমাম : জ্যোতির্ময় মনীষা