বৃক্ষরাও বুঝি প্রেম করে!
পাতায় পাতায় লিখে রাখে আগমনী চিঠি।
তবে কি চিরকুট ঠোঁটে করে নিয়ে যায় ডাকপাখি!
হঠাৎ দমকা হাওয়ার বৃক্ষের হয় বুঝি শিহরন!
অকাল শ্রাবণে তারা ও অনুভব করে ভালোবাসার কম্পন।
তাই তো ক্ষণিকের চুম্বনে ডালে ডালে এতো আলিঙ্গন,
মাঝরাতে মড়মড়ে শব্দে চলে প্রেমের আলাপন।
ভোরের আলোয় ভৈরবী রাগ ছুঁয়ে থাকে কচি ডগায়,
ঝিরিঝিরি স্বর্গীয় সুরে সুবাতাস বয়ে গেঁয়ো পাড়ায়।
জনম জনম ঠাঁই দাঁড়িয়ে থাকে
এক মৃত্তিকায়,
তারা ও বুঝি করে সংসার, বেঁধে মায়ায়।
বৃক্ষরাও কি কাঁদে অভিমানে!
মেঘের বুকে জল জমিয়ে রাখে সঙ্গোপনে!
শুনেছি, বিপুলা পৃথিবীর সাথে বিচ্ছেদ হয় অবেলায়!
অনিবার্য পরিণতির দহনে পুড়ে সাঙ্গ হয় এই মেলায়।