ভারতের বিহারে ভেজাল মদ পানের ঘটনায় ২ দিনে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এর মধ্যে ওয়েস্ট চাম্পারান জেলায় বেতিয়ার তেলহুয়া গ্রামে স্থানীয়ভাবে তৈরি মদ বা হুচ পানে ৮ জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গোপালগঞ্জের কর্তৃপক্ষ বৃহস্পতিবার আরও ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করার পর জেলাটিতেও ভেজাল মদের বিষক্রিয়ায় মৃত্যু ১৬ জনে গিয়ে দাঁড়িয়েছে। খবর বিডিনিউজের।
তবে কোনো জেলার কর্তৃপক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ২৪ জনের মৃত্যুর কারণ জানায়নি। তেলহুয়া নিয়ে গত ১০ দিনে বিহারের উত্তরাঞ্চলে তিনটি ‘হুচ ট্র্যাজেডির’ খবর পাওয়ার কথা জানিয়েছে এনডিটিভি।