বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর থানা শাখার সালাতু সালাম মাহফিল

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রাম হালিশহর থানা শাখার কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে গত সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে। নাফিস মোবারকের সভাপত্বিতে ইফতার মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। বিশেষ অতিথি ছিলেন আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা এমদাদুল হক সায়ীফ, রাহবারে দ্বীন ও মিল্লাত আল্লামা মুফতি রেজাউল কাওসার। আরও উপস্থিত ছিলেন আজিজ মাবরুর, আরিফ জুয়েল, রেজাউল করিম, আমির হোসেন, আশরাফ জুয়েল, মঈনুদ্দিন মনি, রেহান মুসতাক, হোসনে আরা, কামরুন নাজাত, রাবেয়া মোবাসসেরা, শাহানা আকতার, হাজেরা মাহি, জামসেদ আলম, রিয়াজ আহমেদ, শাহরিয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার আক্রান্ত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে ৫শ অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ