বিশ্বাসে বাঁচে বন্ধুত্ব

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দেহ থেকে প্রাণ বিদায় নেই। কারো প্রতি বিশ্বাস ভেঙে গেলে বন্ধুত্ব ভেঙে যায়। কেননা ভালোবাসার মূল ভিত্তি হলো বিশ্বাস। এই বিশ্বাসের জোরেই বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকে। বিশ্বাস থেকে জন্ম নেই বন্ধুত্ব। যদি বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাসের স্থান না থাকে সেইখানে ভালোবাসা খুঁজে বেড়ানো বোকামী। ভালোবাসা থেকেই সৃষ্টি মধুর সম্পর্ক, আর সেটি থেকে গড়ে উঠে বন্ধুত্ব। কারো প্রতি ভালোবাসা যেমন সীমাহীন ঠিক তেমনিই ঘৃণাটাও সীমাহীন। কাউকে বিশ্বাসের জোরে অসম্ভব ভালোবাসলে সেইটি যদি কোনও কারণে বিশ্বাসের মধ্যে আঘাত করে তাহলে ঘৃণাটাও না চাইতে অন্তরে জন্ম নেয়। সবারই জীবনের একটি অধ্যায় থাকে সেইটি হলো বন্ধুত্বের অধ্যায়। এই অধ্যায়ের প্রথম লাইনটি বিশ্বাসের উপর ভিত্তি করেই লিখা হয়। এই বিশ্বাস যতদিন থাকবে ততদিনই সেই অধ্যায়টি ভালো লাগবে। লিখতে থাকবে নতুন নতুন লাইন। যখন বিশ্বাস উঠে যাবে তখন ঘৃণার অধ্যায় রচিত হবে। ভালোবাসা যেমন অদৃশ্য থাকে ঘৃণাটাও অদৃশ্য তবে কিছুটা আচরণে প্রকাশ পায়। কিন্তু সত্যিকারের বন্ধুত্বে কখনও ঘৃণা আসে না। যতই মানঅভিমান হোক সেটি টিকে থাকে। ছেড়ে যাবে বলেও আর যাওয়া হয়ে উঠে না। বন্ধুত্বের সম্পর্কে কোন কথা গোপন থাকে না একে অপরের প্রতি, সবটাই ভাগাভাগি করে সবসময়। ভালো লাগা খারাপ লাগা সবটাই শেয়ার করা হয়। যেখানে কোনও আত্মঅহংকার তৈরী হয় না। হিংসার কোনও স্থান থাকে না। শুধু বিশ্বাসের উপর ভিত্তি করেই ভালোবাসা ছড়িয়ে বেড়ায়।

পূর্ববর্তী নিবন্ধতিক্ত অভিজ্ঞতা
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে