তিক্ত অভিজ্ঞতা

কাজী নাজরিন | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

দুঃসময়ে রক্তঝরা ক্লান্তিতে

হয় কতো অভিজ্ঞতা

বিপদ কালে রক্তের সম্পর্কও

বেঈমানী করে

এটাই চরম বাস্তবতা।

রক্তে রক্তে বিপদে বিরোধ

সুসময়ে সুখের সাথী

একটুখানি দূর্বল দেখলে

আপনজনও দেয় লাথি।

বিপদে যেজন এগিয়ে আসে

সেই চরম আত্মীয়

রক্তে রক্তে সম্পর্ক নয়

আত্মার বন্ধনে আত্মীয়।

কতো কতো বিপদ

শিক্ষা দিলো

কে আপন কে পর

তিক্ত অভিজ্ঞতা ভরপুর জীবনে

তবুও ছুটি বারবার।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোর সহাবস্থান জরুরি
পরবর্তী নিবন্ধবিশ্বাসে বাঁচে বন্ধুত্ব