স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম এবং চট্টগ্রামের শীর্ষস্থানীয় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক আজাদীর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রিয় আজাদী পত্রিকার প্রতি রইলো ভালোবাসা ও শুভ কামনা। সেই সাথে আজাদী পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক সাহেবের আত্মার মাগফেরাত কামনা করি। চট্টলার এই সূর্য সন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করি এবং আজাদী পরিবার, সম্পাদক ও পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি রইলো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা। এই আজাদী পত্রিকা তুলে ধরে চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তথা দেশ-বিদেশের গুরত্বপূর্ণ সংবাদ। এই পত্রিকার জনপ্রিয়তা এত বেশি যে ঘরে-বাইরে, দোকান-পাটে পাঠকের হাতে প্রত্যহ সকালে পড়তে দেখা যায় আজাদী পত্রিকা।
এই পত্রিকাটি প্রতিদিন যেমন প্রকাশ করে বস্তুনিষ্ঠ সংবাদ তেমনিভাবে পত্রিকার সম্পাদকীয় ও সাহিত্য পাতায়, সুখে-দুখে ফেসবুকে প্রকাশ পায় নবীন-প্রবীণ, জ্ঞানীগুণী কবি, কলামিস্ট, সাংবাদিক ও লেখকদের লেখা। যা নিয়মিত পত্রিকাটিকে সমৃদ্ধ ও পাঠকপ্রিয় করে তোলে এবং তরুণ কবি ও লেখকদের সৃজনশীলতা বিকাশেও সহায়তা করে। পরিশেষে আমি পত্রিকার একজন ক্ষুদ্র পাঠক ও লেখক হিসেবে উত্তরোত্তর সমৃদ্ধি ও শুভকামনা জ্ঞাপন করি যাতে পত্রিকাটি যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অবস্থান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে।