বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দ দূষণ বন্ধ হোক

| বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

দেশের স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হল, কটেজ ও বাসাবাড়িগুলোতে সবমিলিয়ে কয়েক সহস্রাধিক ছাত্রশিক্ষক বসবাস করেন। ভালো পড়াশোনা ও সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিবেশ। কিন্তু, ক্যাম্পাসের আঙ্গিনা ও আশপাশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে শব্দ দূষণের কারণে পড়াশোনা ও জীবনযাত্রার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। মূলত মাইকে প্রায়শই গভীর রাত পর্যন্ত উচ্চ আওয়াজে ওয়াজ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান হয়ে থাকে। উচ্চশব্দের পীড়নে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা ও ঘুমাতে পারে না, যার বিরূপ প্রতিক্রিয়া পড়াশোনার উপর পড়ে। তাছাড়া ক্যাম্পাসে অনেক বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষ থাকেন, রাত্রিকালে উচ্চশব্দের কারণে তাদের কষ্ট ভোগ করতে হয়। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। তাই গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে মাইকের ব্যবহার রোধ করা উচিত। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জসিম উদ্দিন

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকামরুল হাসান : বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার
পরবর্তী নিবন্ধআমার স্বর্গ মাগো তুমি