বিশ্বকাপের ঝড়ে কাঁপলো
লুসাইলের মাঠ।
খেলাশেষে কাঁদছে মেসি
নিল নতুন পাঠ।
সুখের দিনে দুঃখের কথা
শুনতে ভালো লাগে।
জয়ের সাগর পাড়ি দিতে
মনে আশা জাগে।
সেই আশাতেই নেমেছিল
আর্জেন্টিনার দল।
মেসি আছে তাইতো তারা
পায় যে মনোবল।
দারুণ খেলে জয় পেয়েছে
তিরিশ ছয়ের পর।
ম্যারাডোনার পরে মেসি
নিলেন অবসর।
ইতিহাসের পাতায় থাকবে
বিশ্বজয়ের কথা
জয় পেয়ে আজ দূর হয়েছে
মেসির মনের ব্যথা।