বিশ্বকাপেই বিশ্ব রেকর্ডের হাতছানি সাকিবের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

বিশ্বের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১২ হাজার রান ও ৬০০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ার খুব কাছে ছিলেন সাকিব আল হাসান। তবে চলমান নিউজিল্যান্ড সিরিজে তা আর হলো না। তিন ফরম্যাটে আগেই ১২ হাজার রান ছিল সাকিবের। তবে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুই টি-টোয়েন্টিতে ২টি করে ৪টি উইকেট পেলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। আর বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় পঞ্চম ও শেষ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হয়। ফলে ৫৯৮ উইকেট নিয়েই এই সিরিজ শেষ করতে হলো সাকিবকে। আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সূচি নেই। তাই সাকিবকে বিশ্বরেকর্ডটির জন্য বিশ্বকাপকেই মঞ্চ বানাতে হচ্ছে। সাকিব এখন অবধি তিন ফরম্যাটে ৩৬১টি ম্যাচ খেলেছেন। যেখানে ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচে উইকেট নিয়েছেন ১০৬টি ।
আর মাত্র একটি উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে ফেলবেন সাকিব। আর দুটি উইকেট পেলে সিংহাসনে বসার সুযোগ থাকছে। এর আগে গত জিম্বাবুয়ে সিরিজে ১২ হাজার রান পূর্ণ করে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হন সাকিব। দক্ষিণ আফ্রিকান সাবেক কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস প্রথম এই কীর্তি গড়েছিলেন। তবে সাকিব ক্যালিসের থেকেও কম ম্যাচ খেলে েেকর্ডটির মালিক হন। এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশকে বাছাইপর্বে উতরে তবেই সুপার ১২তে জায়গা করে নিতে হবে। বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে । নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকের স্মার্টগ্লাস
পরবর্তী নিবন্ধপেরুকে হারিয়ে শীর্ষেই থাকল ব্রাজিল