ফেসবুকের স্মার্টগ্লাস

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৫৫ পূর্বাহ্ণ

ব্যবহারকারীরা নিজের দৃষ্টি দিয়ে যা দেখেন, সেটা ভিডিও ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দী করা আরও সহজ করতে চায় ফেসবুক। তাই এবার চশমা নির্মাতা প্রতিষ্ঠান রে-ব্যানের সঙ্গে জোট বেঁধে নতুন স্মার্টগ্লাস বানিয়েছে সোশাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি। গত বৃহস্পতিবার ফেসবুক ‘রে-ব্যান স্টোরিস’ নামের নতুন স্মার্টগ্লাস উন্মোচন করেছে । এর মাধ্যমে স্মার্টগ্লাস প্রযুক্তির বাজারে যোগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় নাম লেখালো ফেসবুক। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, ছবি ও ছোট ছোট ভিডিও ধারণ করা যাবে ফেসবুকের স্মার্টগ্লাস দিয়ে। ওই ছবি আর ভিডিও সরাসরি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন ব্যবহারকারী। পাশাপাশি ডিভাইসটির মাধ্যমে গান ও পডকাস্ট শোনা যাবে, ফোনের কল ধরার ফিচারও আছে এতে।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যে ভবিষ্যতের ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির উপর জোর দিচ্ছেন, ‘রে-ব্যান স্টোরিস’ উপলক্ষ্যে ফেসবুকের নির্মিত ভিডিওতে তার পরিষ্কার ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে রয়টার্স। রে-ব্যান স্টোরিজ এমন একটি ভবিষ্যতের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে মোবাইল ফোন আর আমাদের জীবনের কেন্দ্রবিন্দু নয় এবং ডিভাইস আর আমাদের পারিপার্শ্বিক জগৎ, এই দুইয়ের মধ্যে একটি বেছে নিতে হবে না আমাদের। প্রাইভেসি প্রশ্ন এড়াতে স্মার্টগ্লাসগুলোতে যোগ করা হয়েছে ভিডিও রেকর্ডিংয়ের সময় এলইডি লাইট জ্বলে ওঠার ফিচার।
প্রাইভেসি প্রশ্নে ফেসবুক সমালোচনার মুখে পড়ছে অনেকটা নিয়মিতভাবে। তবে রে-ব্যান স্টোরিসের ক্ষেত্রে ক্রেতার অনুমতি ছাড়া তার মিডিয়া অ্যাঙেস করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২৯৯ ডলার দামের স্মার্টগ্লাস ব্যবহারের অভিজ্ঞতা বিজ্ঞাপনমুক্ত হবে বলেও জানিয়েছে ফেসবুক।

পূর্ববর্তী নিবন্ধআফগানদের হারিয়ে শুভ সূচনা টাইগার যুবাদের
পরবর্তী নিবন্ধবিশ্বকাপেই বিশ্ব রেকর্ডের হাতছানি সাকিবের