আফগানদের হারিয়ে শুভ সূচনা টাইগার যুবাদের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথশ ওয়ানডেতে স্বাগতিকদের জয় ১৬ রানে। ১৫৪ রানের পুঁজি নিয়ে সফরকারীদের ১৩৮ রানে গুটিয়ে দেয় মেহরবের দল। টস জিতে ব্যাট করতে নেমে ১২ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর হাল ধরেন নাবিল ও আইচ মোল্লা। আইচ ৩৮ বলে ২২ করে ফিরলে ভাঙে ইনিংস সর্বোচ্চ ৬০ রানের জুটি। এরপর নাবিল ফিরেন ৭৮ বলে ৩ চারের সাহায্যে ৪২ রান করে। এরপর দ্রুত বিদায় নেন তাহজিবুল ইসলাম, রিপন ও গোলাম কিবরিয়া। তখন ১০৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। অষ্টম উইকেটে নাইমুর রহমানের সঙ্গে ৩৯ রানের জুটিতে দলকে উদ্ধার করেন মেহরব। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন মেহরব। ২১ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার বিলাল সামি।
১৫৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আফগান যুবাদের। ষষ্ট ওভারে প্রথশ উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে ফেলেন সুলিমান সাফি ও অধিনায়ক ইজাজ আহমেদ। ১৮ রান করা ইজাজকে নাবিলের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন অধিনায়ক মেহরব। এরপর ৯২ বলে ৪৮ রান করা সাফিকে ফেরান স্পিনার নাইমুর। রিপন-আশিকুরদের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই ১৩৮ রানে অল আউট হয় আফগানরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে আশিকুর ২৫ রানে নেন ২ উইকেট। নাইমুর ২ উইকেট নেন ৩১ রানে।

পূর্ববর্তী নিবন্ধকরোনার হানায় বাতিল হলো ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট
পরবর্তী নিবন্ধফেসবুকের স্মার্টগ্লাস