বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিশ্বের প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য পানি এক অপরিমেয় উপাদান। একটু জল না হলে চলেই না, জীবন একেবারে থমকে দাঁড়ায়। পানি শুধু তৃষ্ণা মেটায় তা নয়, পানি শরীরের ক্লান্তি দূর করে, তাপমাত্রা স্বাভাবিক রাখে, রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং শরীরের সব দূষিত পদার্থ অপসারণ করে। বাংলাদেশে নদ-নদী, খাল-বিলের পানি নানাভাবে দূষিত হচ্ছে। ফলে এসব এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। দেশের কোথাও কোথাও টিউবওয়েলগুলোতে উঠছে না পানি। ভূগর্ভে পানির স্তর ক্রমেই নিচে নামছে। অনেক জায়গায় গভীর নলকূপেও পানি ওঠছে না। পানি না পেয়ে মানুষের মধ্যে বিরাজ করছে হাহাকার। সুপেয় পানির অভাবে ডায়রিয়া, কলেরা ও টাইফয়েডের মতো জীবননাশী পানিবাহিত রোগগুলো বিস্তার লাভ করছে। পানি দূষণের অন্যতম উপাদান আর্সেনিক। আর্সেনিক মানব শরীরে শারীরিক ও মানসিক বিভিন্ন জটিল রোগ সৃষ্টি করে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপদ উৎস থেকে পানি সংগ্রহের সুযোগ নেই এমন ১০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশুদ্ধ পানির সংকট ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এবং পৃথিবীর বর্তমান উষ্ণতার কারণে অদূর ভবিষ্যতে ২০ শতাংশ বিশুদ্ধ পানি কমে আসবে বলে ধারণা করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এহেন পরিস্থিতিতে নিরাপদ পানি নিশ্চিত করতে এবং গ্রীন হাউজ প্রভাব মোকাবেলায় গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন একান্ত জরুরি।
এম.এইচ. হাসান
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা