বিলবোর্ডটি সরিয়ে নিল চসিক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

নীরবতা ভেঙ্গে সেই ‘পলিটিক্যাল’ বিলর্বোডটি অপসারণ করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল সকাল পৌনে ১০ টায় সংস্থাটির পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা বিলবোর্ডটি অপসারণ করে।
কয়েকদিন আগে নগরের জাকির হোসেন রোডের দক্ষিণ খুলশী এলাকায় মূল সড়কের পাশে স্থাপন করা হয় বিলবোর্ডটি। সেখানে বিজ্ঞাপনদাতাদের দৃষ্টি আকর্ষণে লেখা হয়েছিল- ‘যে কোন ধরনের বিজ্ঞপ্তির জন্য ভাড়া দেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত।’
বিলর্বোডটি নিয়ে গতকাল দৈনিক আজাদীতে ‘একটি ‘পলিটিক্যাল’ বিলবোর্ড ও চসিকের নীরবতা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে সকালেই বিলবোর্ড অপসারণের নির্দেশ দেন প্রশাসক খোরশেদ আলম সুজন। চসিকের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, প্রশাসকের নির্দেশে বিলবোর্ডটি অপসারণ করেছি।

পূর্ববর্তী নিবন্ধটেক্সি নিয়ে টার্গেট করে ছিনতাই
পরবর্তী নিবন্ধপাপিয়া ও তার স্বামী তিন দিনের রিমান্ডে