বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব ইসলামাবাদ : রোটারি ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাঙ্গুনিয়ার উল পুকুর এলাকায় প্রায় ২০০ ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ইসলামাবাদের সভাপতি সুমন বড়ুয়া, সেক্রেটারি তাজুল ইসলাম, সাবেক সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, ওসমান গনি মনসুর, মো. শফিকুল আলম খান, মুসলিম উদ্দিন, এ্যাড. মোহাম্মদ হুমায়ূন আকতার, . চৌধুরী মোহাম্মদ মনিরুল ইসলাম, রোটারিয়ান ড. আসিফ ইকবাল ও সেলিম রেজা সাগর। কর্মসূচিতে সহযোগিতা করে রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ।

পারফেক্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকের মাসে সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ ও সহজ শর্তে কৃষি উন্নয়নে ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পারফেক্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। বুধবার দুপুরে পৌরসদরের তাদের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। সংস্থার নির্বাহী পরিচালক মুহাম্মদ আবছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিডিএফের ইন্টারনাল অডিট ম্যানেজার মোঃ শাহেদুল হক, শাখা প্রধান মোঃ বদিউল আলম, ফাইন্যান্স অফিসার মোঃ সোহেল রানা, এবিএম মোঃ খোরশেদ আলমসহ শাখার সকল কর্মকর্তাগণ। প্রধান অতিথি বলেন, চারা রোপনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী রেখে যেতে হবে। তিনি আরো বলেন, এই ঋণের টাকা দিয়ে বেশি করে ফসল ফলিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে, দরিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যগণ প্রধান অতিথি হতে গাছের চারা ও বিতরণকৃত ঋণের টাকা গ্রহণ করেন।

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন : ‘গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ পরিচর্যা করুন’এই প্রতিপাদ্যে সমগ্র বাংলাদেশে এক কোটি গাছের চারা রোপণও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন এবার আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের হাতে এক হাজার বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা উপহার দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী লায়ন চৌধুরী আনোয়ারুল আযিম, নির্বাহী পরিচালক মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার, প্রকল্প পরিচালক কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। বৃক্ষরোপণ সম্পর্কে মানুষকে সচেতন করা গেলে, এই দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি খাদ্য, ওষুধ অন্যান্য জিনিসের ঘাটতি পূরণ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসত্যের ওপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে দুইদিনে আহত ২৭