বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

আজাদী ডেস্ক | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

রেজা-এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়া : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে রেজা-এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়ার ব্যবস্থাপনায় এক মিলাদ মাহফিল গত ২৮ অক্টোবর রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাটস্থ হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি রোটারিয়ান ডা. কামাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও আরিফুল্লাহ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন দরবারে কামালিয়া শরীফের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ সিদ্দিক রেজা (মা.জি.আ.)। প্রধান বক্তা ছিলেন দরবারে কামালিয়া শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ মাসূম কামাল আল আজহারী। বিশেষ বক্তা ছিলেন, শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ মিশকাতুল ইসলাম আলকাদেরী, আবদুর রউফ, সূফী জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আনসারুল হক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মরমী শিল্পী হান্নান হোসাইনী, মোহাম্মদ হারুনুর রশীদ রুমি, ছালামত উল্লাহ বাবুল, মাওলানা মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আজিজুল হক, আসলাম টিপু, লেখক নুর মোহাম্মদ, আলাউদ্দিন আল কামাল, আবদুস শুক্কুর সওদাগর, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ মনছুর, জহির আহমদ, আলী আকবর প্রমুখ।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে ১ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ম. কাজী হারুন উর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জুয়েল সিকদার, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রাসুলে করিম (সা.)-এর আগমনে বিশ্ববাসী পেয়েছে আলোর সন্ধান এবং তাঁর শিক্ষা ও আদর্শ মানুষকে দিয়েছে মানবতার মুক্তি ও কল্যাণ। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই তাঁর কাছে পেয়েছে তাদের আশার বাণী এবং লাভ করেছে ইহকাল ও পরকালের মুক্তি।
মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা : পবিত্র ঈদে মিলাদন্নবী (দ.) উদযাপন ও মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতি আল্লামা নঈমুদ্দিন আল-কাদেরীর (রহঃ) ৩০তম বার্ষিক ফাতেহা গত ৩১ অক্টোবর অত্র মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ এখলাসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং মাদরাসার শিক্ষার মানোন্নয়নকল্পে ইবতেদায়ী শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ নুরুল আলম। এতে বক্তব্য রাখেন অত্র মাদরাসার পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য মাওলানা মুনিরুল হাছান, অভিভাবক সদস্য কাজী মুহাম্মদ আলমগীর, মাওলানা মুহাম্মদ আবু নাসের আনসারী, মাওলানা মুহাম্মদ তৌহিদুল্লাহ আনোয়ারী, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ মমতাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ মনিরুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক মাস্টার মুহাম্মদ সোলায়মান, ইবতেদায়ী ক্বারী মাওলানা মুহাম্মদ হোছাইন, সিনিয়র শিক্ষিকা সেলিনা আক্তার, সহকারি শিক্ষক মাস্টার মোহাম্মদ মোজাহের (গণিত), মাওলানা মুহাম্মদ সাইফুল আলম, মাস্টার মুহাম্মদ সোহাইল পারভেজ, শিক্ষিকা হামিদা ইয়াসমিন, মুহাম্মদ হামিদুল হক, জহুরুল আলম, মো. ইলিয়াছ, মো. ওমর ফারুক প্রমুখ।
ফলমন্ডী মেসার্স তৈয়্যবীয়া ফার্ম : নগরীর স্টেশন রোডস্থ ফলমন্ডীতে মেসার্স তৈয়্যবীয়া ফার্মের উদ্যোগে জিকিরে মোস্তফা (দ.) মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ আলী হোসাইন আরিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমীর শরীফের খাদেম সর্দার হাজী সৈয়দ জুনাইদ মিয়া চিশতি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আলী ফয়েজ চিশতি, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা নুরুন্নবী আলকাদেরী, আনোয়ারা বরুমছড়া চিশতিয়া খানকাহ্‌ শরীফের প্রতিষ্ঠাতা ইয়াকুব মাস্তান আল চিশতি, এডভোকেট নাসির উদ্দিন, শায়ের মুহাম্মদ তারেক রেজা, মুহাম্মদ হামিম রেজা, মাওলানা বোরহান উদ্দিন আলকাদেরী, মুহাম্মদ আব্দুর রহিম সওদাগর প্রমুখ। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জুনাইদ চিশ্‌িত বলেন হালাল ব্যবসা ও হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত।

পূর্ববর্তী নিবন্ধজেল হত্যাকাণ্ড ছিল দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র
পরবর্তী নিবন্ধখাদিজা বেগম