বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজাদী ডেস্ক | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

নানা কর্মসূচির মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় চট্টগ্রাম শহর ও বিভিন্ন জেলা-উপজেলায়ও আওয়ামী লীগের ৭৩তম কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল-আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন : মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাগারে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত একমাত্র সংগঠন মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন রেজিঃ নংঃ বি-১৮৩৩ এর উদ্যোগে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যকারী সভাপতি মো. শাহজাহান, সহ সম্পাদক তৌহিদ হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক মো. আইয়ুব সহ প্রধান স্থাপনাগার ও আগ্রাবাদস্থ প্রধান কার্যালয়ের সকল শ্রমিক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও বেগবান করার লক্ষে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক কর্মচারীরা বদ্ধপরিকর। আলোচনা শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মোজাফফর নগর আওয়ামী লীগ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বায়েজিদ থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদ চৌধুরীর উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। মোজাফফর নগর একটি হল রুমে সভায় সভাপতিত্ব করেন মাকসুদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলি হায়দার, যুবলীগ নেতা সাদাতুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা মিজানুর রহমান, আ’লীগ নেতা আবু মুছা, যুবলীগ নেতা সাজু, আমিন ইসতিয়াক বিপ্লব, আবু ফয়সাল রেজভী, মিলন, আ’লীগ নেতা মোহাম্মদ হোসেন, ফোরকান, সেলিম পাটোয়ারী, আমান খোরশেদ।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মোনাফ সিকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ও উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, মো. শাহজাহান সিকদার, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, আরিফুল ইসলাম চৌধুরী, শামসুদ্দোহা সিকদার আরজু, নাছির উদ্দীন রিয়াজ, রাসেল রাসু প্রমুখ।

পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগ : আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা গত ২৩ জুন সদরঘাটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহির আহমেদ।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, অমল মিত্র, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী।

বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী, সালাহ উদ্দিন ইবনে আহমেদ, এম এ সালাহ উদ্দিন, আব্দুল মালেক, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, মোবারক আহমেদ হুমায়ুন, মাহবুল আলম জনি, আজিজ আহম্মদ পলাশ, চৌধুরী জিয়া উদ্দিন মো. পারভেজ, জিন্নাত সুলতানা ঝুমা, সাইকা দোস্ত নিফা, সাজ্জাদ মাহমুদ রাসেল, সাজ্জাদ ইবনে সফি ও মো. রাশেদ। উপস্থিত ছিলেন মাহবুল হক পেয়ারু, জহির উদ্দিন আহমেদ, আবু সৈয়দ মাহমুদ, জাহাঙ্গীর আলম পারভেজ, তরিকুল ইসলাম চিস্তি, মো. ইউনুস, হাসান রাজু, অ্যাডভোকেট আবিদ হোসেন, ওয়ারিশ আলী খান, নুরুল হুদা নোমান, আবু তাহের প্রমুখ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. আলাউদ্দিন। গীতা পাঠ করেন বিমনেন্দু দাশ মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন ছানাউল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীরা এখন স্কুলে আসার পথে কুড়িয়ে আনছে আবর্জনা