বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

দরিদ্র মানুষের পাশে থাকার আহ্বান

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম জেলা পরিষদ : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, চট্টগ্রাম জেলা পরিষদ জেলার ১০ হাজার অসহায় শীতার্ত মানুষকে কম্বল বিতরণের অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা ও চসিকের ৯টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেন। গতকাল বুধবার শীতার্ত মানুষের জন্য এসব শীতবস্ত্র তুলে দেন সীতাকুণ্ড ও চট্টগ্রাম সিটিকর্পোরেশন (আংশিক) জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। উপস্থিত ছিলেন কাউন্সিলর ড. নিছারউদ্দীন মনজু, মো. জসীম উদ্দিন, মো ওয়াসিম, অধ্যাপক মো ইসমাইল, মো ইলিয়াস, মো জাভেদ, নুরুল আমিন, হুরে আরা বিউটি, জাহেদা বেগম পপি, তছলিমা নুরজাহান রুবি, ইউপি চেয়ারম্যানবৃন্দের মধ্যে শেখ রেজাউল করিম বাহার, এ এইচ তাজুল ইসলাম নিজামী প্রমুখ।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এসব কম্বল দেয়া হয়েছে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি।

উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, এনামুল হক, হালিম আব্দুল্লাহ, রাসেল চৌধুরী, ওসমান গণি সোহেল, মুহাম্মদ জামাল উদ্দিন, আরমান তালুকদার, মুহাম্মদ সোহেল, মোহাম্মদ আজহার, মানিক কান্তি দাশ প্রমুখ।

রেড ক্রিসেন্ট সোসাইটি : জেমিসন মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এতে হাসপাতালের অর্ধশতাধিক আয়া ও পরিচ্ছন্ন কর্মীদের মাঝে কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট সেক্রেটারী মো. আসলাম খান, শাহাদাত হোসেন রোমেল, মো. মোস্তাফিজুর রহমান, আব্দুল মান্নান, আমরাফ উদ্দৌলা সুজন, রফিকুর কাদের, যুব সদস্য মাহীর, রক্তিম, ফারদীন তাজু প্রমুখ।

আগ্রাবাদ সিএন্ডবি কলোনির মোড় : বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ২৭নং ওয়ার্ডস্থ আগ্রাবাদ সিএন্ডবি কলোনির মোড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। যুবলীগ নেতা সরওয়ার হোসনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. সোয়েবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, মো. ওসমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লাহ, শাহিনুর আক্তার, নুরুল ইসলাম রাসেল, আবু নাসের জুয়েল, নুর এলাহী সানি, তোফায়েল আহমেদ বাপ্পি, মাঈনু উদ্দিন হাসান কাজল, শফিউল আজম,আলাউদ্দিন শিপু, আরাফাত, অভি, আবদুল মান্নান রিয়াদ, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আকিল চৌধুরী, জীবন, রাহাত, রিশাদ,সাজিদ, ফশসাল, সালাউদ্দীন প্রমুখ।

পশ্চিম ষোলশহর ওয়ার্ড : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য রেজাউল করিমের ব্যক্তিগত উদ্যোগে গতকাল মুরাদপুর এলাকার ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, রফিউল হায়দার রফি,শাহজাহান সুফি, আনোয়ারুল ইসলাম বাপ্পী, এস এম খালেদ বাবলু, এস এম আলমগীর, জাহেদুল আলম, মো. ইদ্রিস, মো. জাহেদ, শাকিল মাহমুদ, শফিকুল ইসলাম দিলু, কফিলউদ্দিন খোকন, প্রিয়লাল, তৌহিদুল আনোয়ার সেন্টু, অহিদ চৌধুরী মুক্তি, শাহীনুল আলম শাহীন, আসাদ সর্দার, সি মাহফুজুর রহমান বাবুল, কামাল হোসেন,সৈয়দ ইমতিয়াজুর রহমান শাহজাহান, শাহেদ হায়দার খান, রিয়াদুল করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুচরিত চৌধুরী : একজন নিভৃতচারী কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধনতুন পাঠ্যবই বিতরণ প্রশংসনীয় উদ্যোগ