বিবর্ণ ঈদ

এম. কামরুল হাসান চৌধুরী | বুধবার , ১২ মে, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

আর মাত্র কয়েক দিন পর উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মূলত এই দিনটি মুসলিমদের জন্য হয়ে থাকে বছরের সেরা খুশির দিন। পৃথিবীর অন্য দেশের তুলনায় ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের মুসলমানদের মাঝে ঈদ আয়োজনের আমেজের মাত্রা একটু বেশি হয়ে থাকে। এদেশের পরিবেশগত সামপ্রদায়িক সমপ্রীতির বন্ধনের সুবাদে অন্যান্য ধর্মাবলম্বীরা ও আমাদের ঈদ আনন্দের উৎসবে সামিল হয়। তাই প্রতি বছর এই বহু আকাঙ্ক্ষিত দিনকে ঘিরে যেমন আমাদের আশা- আকাঙ্ক্ষার শেষ থাকেনা তেমনি চাহিদা, প্রত্যাশা, প্রাপ্তির অফুরন্ত আয়োজনের মাঝে যেন ঈদ আনন্দেরও সীমা নেই। তবে সামপ্রতিক বৈশ্বিক মহামারীর কঠিন ক্রান্তিকালের এক বিমর্ষ বেদনায় ভারাক্রান্ত মনে অতীতের সব সুখ স্মৃতি যেন আজ নীরবএক বিবর্ণ স্মৃতি! গত বছরের মতো এই বছরও আমাদের মাঝে আগমন করছে মহামারী করোনাকালীন এক বিবর্ণ ঈদ। তাই গত বছরের মতো এই বছরও আমাদের মানবীয় বিবেক বোধের তাগিদে এবারও অন্য রকম পরিবেশে ঈদ উদযাপন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসেই ফেলে আসা বেলাটা
পরবর্তী নিবন্ধএবার বেঁচে থাকাটাই ঈদ