এবার বেঁচে থাকাটাই ঈদ

নুসরাত জাহান মুক্তা | বুধবার , ১২ মে, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ আসে আনন্দ, খুশির বার্তা নিয়ে। করোনা মহামারি এবার অনেক পরিবারের ঈদের খুশি কেড়ে নিয়েছে। অনেক সচ্ছল পরিবার এখন অসহায় হয়ে গিয়েছে। অনেক পরিবারে প্রিয় মানুষটি আর বেঁচে নেই, অনেক পরিবারে অর্থের অভাবে ঠিকমতো দু’বেলার আহারও জুটছে না! আমরা যারা সুস্থ আছি, এবার ঈদে অসুস্থ মানুষদের পরিবারকে একটু সাহায্য করি। ঈদের দিন সবার বাসায় রান্না হয় অনেক রকমের, সেই খাবারের কিছুটা রাস্তায় অনাহারে থাকা মানুষদের দিলে, ঈদের আনন্দটা সমান হবে। পথশিশুদের যদি নিজ সাধ্য মতো পোশাক উপহার দেওয়া যায়, তবে তাদের মুখে স্বর্গের হাসি ফুটবে। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অযথা ঘুরোঘুরি করার স্বভাবটা নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখা দরকার, এবার বেঁচে থাকাটাই ঈদ।

পূর্ববর্তী নিবন্ধবিবর্ণ ঈদ
পরবর্তী নিবন্ধভারতের করোনা-শিক্ষা : কাণ্ডারি হুঁশিয়ার