বিনামূল্যে হার্টের চিকিৎসা-ওষুধ পেল মোহরার ৫০০ মানুষ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগ

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে মোহরার ৫ শতাধিক মানুষ বিনামূল্যে হার্টের চিকিৎসা ও লক্ষাধিক টাকার ওষুধ পেয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মোহরা এটিএস ক্লিনিকে মেডিকেল ক্যাম্পে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম। উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. প্রদীপ কুমার দাস, গণসংযোগ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস’র ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু তৈয়ব, ডাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, পরিচালক মো. শওকত প্রমুখ। ক্যাম্পে ৩০০ হার্টের রোগীকে ফ্রি চিকিৎসা দেন প্রফেসর ডা. প্রবীর কুমার দাস, প্রফেসর ডা. আবু তারেক ইকবাল, প্রফেসর ডা. এমএ রউফ, ডা. একে বসাক, ডা. একেএম নাসির উদ্দিন, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি ও ১১ জন নিউট্রিশিয়ান সহকারী। এছাড়া মেডিকেল অফিসার ছিলেন ডা. তন্ময় শীল, ডা. তালেয়া ইকবাল, ডা. ইয়াসমিন সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে নিরসন হল ২০ পরিবারের পানির সংকট
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু