লোডশেডিং ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বিকাল ৪ টায় নিউমার্কেট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুল হুদা নিপু, আহমদ জসীম, আকরাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, তীব্র দাবদাহে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। গত একমাস ধরে সারাদেশে তীব্র দাবদাহের মাঝে লোডশেডিংয়ের কারণে জনজীবনে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। দিনের বেলা অসহনীয় তাপমাত্রা দেশের কোথাও কোথাও ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেডে উপর উঠে যাচ্ছে। দৈনিক প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং চলছে। সরকারের পক্ষ থেকে এ সংকট নিরসনের কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড সত্ত্বেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে চরম অব্যবস্থাপনাসহ দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণকে প্রচণ্ড গরমে কষ্ট সহ্য করতে হচ্ছে। তাছাড়া সারাদেশে তীব্র খাবার পানির সংকট বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী মে মাস জুড়েও পরিবেশের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। দেখা গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘক্ষণ লোডশেডিংয়ের কারণে এইচএসসি পরীক্ষার্থীরাসহ সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। সমাবেশে বক্তারা অতিদ্রুত বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।