বিদ্যুৎ ব্যবহারে সচেতন হোন

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

বিদ্যুৎ একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের একটি অন্যতম সঞ্চালক ব্যবস্থা। বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় এখনো বাংলাদেশের বিদ্যুৎ খাত যথেষ্ট পিছিয়ে রয়েছে। বর্তমানে দেশে লোডশেডিং সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। শহর থেকে গ্রামাঞ্চল সব জায়গায়ই লোডশেডিংয়ের কবলে বিপর্যস্ত। শতভাগ বিদ্যুতায়নের যুগে প্রবেশ করার পরও লোডশেডিং সমস্যা জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে জ্বালানি সংকটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে জানা যায়, গ্যাস আমদানি করতে না পারায় নভেম্বর মাসের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই।

লোডশেডিং সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এই সমস্যাটি সমাধানে জনগণকেও এগিয়ে আসতে হবে। আমাদের দেশে ব্যবহৃত বিদ্যুতের একটি বড় অংশই অপচয় হয়। বিভিন্নভাবে সচেতন কিংবা অসচেতন অবস্থায় আমরা প্রচুর বৈদ্যুতিক শক্তি অপচয় করে থাকি।

অপচয়ের পরিমাণ যত কমানো যাবে আমাদের লোডশেডিং সমস্যা সমাধানের পথটি তত গতিশীল হবে। দৈনন্দিন জীবনে আমরা যেসব ক্ষেত্রে বাধ্যতামূলক বিদ্যুৎ ব্যবহার করি সেগুলোর সাশ্রয়ী ব্যবহার করতে হবে। অপ্রয়োজনে যন্ত্রগুলো চালু করে রাখলে বিদ্যুৎ অপচয় হয়, এটা মাথায় রাখতে হবে। বিদ্যুতের ওপর নির্ভরযোগ্য যানবাহনগুলো যথাসম্ভব কমিয়ে আনতে হবে। বাড়ি বা অফিসের পুরনো বাল্ব বদলে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে লোডশেডিং সমস্যা সমাধান করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই আমরা যদি ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বিদ্যুতের অপচয় রোধ করতে পারি তাহলে দেশকে লোডশেডিংহীন করার এই প্রক্রিয়াটি আরো ত্বরান্বিত হবে। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।

আবুল হুসাইন
শিক্ষার্থী, শ্রেণি : দশম, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়
কেন্দুয়া, নেত্রকোণা।

পূর্ববর্তী নিবন্ধহীরালাল সেন : বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ
পরবর্তী নিবন্ধসবার সাথে ভাল আচরণ করি