বিদ্যুৎ বিচ্ছিন্ন সন্দ্বীপ, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার রাত থেকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এ সময় হালকা বৃষ্টিপাতও হয়। তবে সন্ধ্যায় বাতাসের গতিবেগ কিছুটা বেড়েছে। এছাড়া সোমবার ভোর থেকে সন্দ্বীপ জাতীয় গ্রিডের বিদ্যুত থেকে বিচ্ছিন্ন ছিলো। রাতে এ রিপোর্ট লেখার সময়ও বিদ্যুৎ আসেনি।
গতকাল বিকাল ৪টায় উপজেলার গুপ্তছড়া ঘাটে সাগরের অবস্থা ছিল কিছুটা উত্তাল। অবশ্যই তখন সাগরে ভাটা থাকায় ঢেউয়ের তীব্রতা জোয়ারের সময়ের ছেয়ে কম ছিল। প্রত্যক্ষদর্শী হেলাল নামে এক ঘাট শ্রমিক জানান, সোমবার দিনের জোয়ারের উচ্চতা রোববারের চেয়েও কিছুটা কম ছিল। এদিকে রোববার সন্ধ্যার পর থেকে উপকূলীয় গ্রামগুলোর বেড়িবাঁধের অবস্থা সরেজমিনে ঘুরে দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা। এছাড়া তার নেতৃত্বে সন্দ্বীপ থানা পুলিশ ও ফায়ার ব্রিগেডের একটি টিম বেড়িবাঁধ ও আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা আজাদীকে জানান, সন্দ্বীপে ১১২ সাইক্লোন শেল্টার ও ৪টি মুজিব কিল্লা আছে। এর বাইরে আরো ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে জনসাধারণ নিরাপদে আশ্রয় নিতে পারবেন। তিনি জানান, সন্দ্বীপে ১৫ থেকে ২০ হাজার লোক বেড়িবাঁধের আশপাশে রয়েছে। এর মধ্যে যারা বেড়িবাঁধের বাইরে রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এছাড়া সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরেও জনসাধারণকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য তিন মুজিব কিল্লা খুলে দেয়া হয়েছে। সেখানকার ভারপ্রাপ্ত চেয়ারম্যানক আবদুর রহিমের নেতৃত্বে একটি টিম কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির সমাবেশ দেখে আ. লীগের কাতুকুতু লেগেছে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ