বিত্তের সাথে চিত্তের মেলবন্ধনে সাম্যের পৃথিবী বিনির্মাণ হবে

চিটাগাং ইস্ট রোটারি ক্লাবের বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে গভর্নর

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেছেন, বিত্তের সাথে চিত্তের মেলবন্ধনে সাম্যের পৃথিবী বিনির্মাণ হবে। আমাদের যা প্রয়োজন তা রেখে বাকি সব সুবিধাবঞ্চিতদের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে অপার্থিব সুখ, প্রকৃত ভালোবাসা বিনিময় হয়। মানুষ চাইলেই একা অনেক কিছু ভোগ করতে পারে না, তাই সকলের তরে নিজেদের নিবেদিত করতে পারলেই ইহকাল ও পরকাল সুখের হবে।

চিটাগাং ইস্ট রোটারি ক্লাবের উদ্যোগে গভর্নর প্রায়োরিটি প্রজেক্ট ‘হোম ফর হোম লেস’এর আওতায় রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নে মোহাম্মদ আহমদ হোসেন ও মোহাম্মদ মাসুদ হোসেনকে সেমিপাকা বাড়ির চাবি হস্তান্তরকালে ডিস্টিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান এসব কথা বলেন। ক্লাব সেক্রেটারি শওকত বাঙালির সঞ্চালনায় গতকাল বৃহস্পতিবার উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ.আর খান, জয় দেব চন্দ্র দাস জয়, মোহাম্মদ শহীদ উল্লাহ, রাকিবুল ইসলাম, চম্পাকলি বড়ুয়া, রুমানা রুমা, প্রধান শিক্ষক শওকত জালাল, ইউপি সদস্য মো. তৈয়ব উদ্দিন, মো. শামসুল আলম, মো. মফিজ মিয়া ফারুকী, বজল আহমদ জুনু, সেলিম সিকদার, দিদার কামাল, সালামত আলী, মো. আলমগীর, নোমান তালুকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার ৫৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে সরকারের মেগা প্রজেক্ট নিয়ে পোস্টার প্রদর্শনী