বিজয়ের ছড়া

আবুল কালাম বেলাল | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

লিখছি যখন ছড়া
একাত্তরের গল্প দিলো
মনের চোখে ধরা,
পাতায় পাতায় রঙিন হলো
রক্তমাখা মড়া।

একাত্তরের ডিসেম্বরে
ছড়া আমার ছড়া
বাংলা মায়ের মুক্তিছেলের
লড়াই বাঁচা-মরা,
সূর্য জয়ের জয়টিকা
লাল কপালে পরা।

ছড়া এখন ছড়া
লাল-সবুজে রাঙা গরব
উর্ধে তুলে ধরা,
যুদ্ধ জয়ের গৌরবগাথা
বিশ্ববাসীর পড়া।

পূর্ববর্তী নিবন্ধ১২ দিনের মাথায় দেশে এলো তিন প্রবাসীর লাশ
পরবর্তী নিবন্ধরাজস্থলীতে হরতালের প্রথম দিন শান্তিপূর্ণ