বিজিসি ট্রাস্ট মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেন সেবার উদ্বোধন

| শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা দিতে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী। হাসপাতালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকতের (অব.) সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফরীন আহমদ হাসনাইন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি উপাচার্য ড. এফ এম আওরঙ্গজেব, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো নাসির উদ্দিন, কার্ডিওলজি বিভাগের ডা. আফতার-ই-দ্বীন চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. রওশন আক্তার, এনেসথেসিওলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুর আলম, আবাসিক সার্জন (সার্জারী) ডা. এস এম বকতিয়ার শহীদ, আবাসিক চিকিৎসক ডা. অর্পন দেবনাথ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, বিজিসি ট্রাস্ট একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন, এজিএম মো. মিজানুর রহমান, ম্যানেজার মো. এরশাদ হোসেন, ম্যানেজার আজিজুল হক ভূঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের মধ্যবর্তী চন্দনাইশে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের ফলে এখন আর রোগীদের চট্টগ্রাম শহর কিংবা অন্য জায়গায় ছুঁটতে হবে না।
শেষে সিভিল সার্জন সবাইকে নিয়ে করোনারী কেয়ার ইউনিট, ডায়ালাইসিস ইউনিট, অপারেশন থিয়েটার কমপ্লেক্স, বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদীয় সভা
পরবর্তী নিবন্ধচুয়েট ক্লাবের আয়োজনে শরৎ উৎসব