বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ পবিত্র ঈদ-এ-মিলাদুন্ন্‌বী (সাঃ) ২০২২ উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জিয়া উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ বি এম আবু নোমান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির।
ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, ফার্মেসি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক সিরাজ মিয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মঞ্জুরুল আলম, আইন বিভাগের শিক্ষক রেদোয়ানুল হক, ইংরেজী বিভাগের শিক্ষক মাহামুদুল হাসান, প্রশাসন বিভাগের কর্মকর্তা শহিদুল্লা মো. সিকান্দর ও মো. সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন ফার্মেসী বিভাগের ছাত্র মিনহাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে চাটগাঁ গানের আসর