বিজিসি ট্রাস্ট ভার্সিটির বিভিন্ন বিভাগের নবীন বরণ

| বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সামার সেশনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, ইংরেজী ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ গতকাল মঙ্গলবার ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। গেষ্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরীন আহমদ হাসনাইন। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম. আবু নোমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রশিদ। ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ এবং ইংরেজী বিভাগের প্রভাষক রিনি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম ইমন, তানিভা মুমতাহিন, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম জীবন। প্রধান অতিথি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যুগোপযোগী ও মানসম্পন্ন উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুনাগরিক এবং দেশ প্রেমিক হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি একজন দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের তৈরী করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার প্রত্যয়ে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। গেষ্ট অব অনার বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরিন আহমদ হাসনাইন বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার স্বপ্ন ছিল অত্র অঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এবং এই এলাকায় উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক। বিনা চিকিৎসায় কেউ যাতে কষ্ট না পায়। তিনি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া ও সুনাম বৃদ্ধি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী হাসপাতালে চালু হলো ডিজিটাল এক্সরে
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং হেরিটেইজের সভা