বিজিবির মানহানি মামলায় ব্লাস্ট এনজিও কর্মীর জামিন

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৬:০৭ অপরাহ্ণ

টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে বিজিবি’র করা চাঞ্চল্যকর ১০০ কোটি টাকার মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছে ব্লাস্ট এনজিও কর্মী।
কক্সবাজারে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে বিজিবি’র করা চাঞ্চল্যকর ১০০ কোটি টাকার মানহানি মামলায় অভিযুক্ত ফারজানা আক্তার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেছে।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ-এর আদালতে আত্মসমর্পণ করেন। আসামী পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর তারিখে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিও কর্মী ফারজানা আক্তারকে বিজিবির নারী সদস্যরা তল্লাশি করলে পরবর্তীতে তিনি বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালান।
এ অপপ্রচারের প্রেক্ষিতে গত ১০ নভেম্বর ২০২০ তারিখে টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবি) কর্তৃক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত ফারজানা আক্তারের বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়।
গত ২২ নভেম্বর ২০২০ তারিখে টেকনাফ থানার ওসি (অপারেশনস) ইন্সপেক্টর শরিফুল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবি’র মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গত ২২ নভেম্বর ২০২০ তারিখে শুনানি শেষে ১৪ জানুয়ারি ২০২১ তারিখে আদালতে হাজির হওয়ার জন্য আসামীর বিরুদ্ধে সমন জারি করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাঃ হেলাল উদ্দিনের আদালত।

পূর্ববর্তী নিবন্ধ২৩নং ওয়ার্ডে জাবেদের সমর্থনে উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধরামপুরবাসীকে স্বচ্ছ ও স্মার্ট ওয়ার্ড উপহার দেওয়ার অঙ্গীকার আবদুস সবুর লিটনের