বিজিপির আরও ১৩ সদস্য বাংলাদেশে

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের জের ধরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। গতকাল শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফের নাফ নদী হয়ে নতুন করে বিজিপির আরও ১৩ সদস্য এসে বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেন। পরে কোস্টগার্ড তাদেরকে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে। বর্তমানে বিজিবি হেফাজতে মিয়ানমারের বিজিপিসহ বিভিন্ন বাহিনীর সর্বমোট ২৭৪ জন সদস্য আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান করছে। তাদের এই সপ্তাহের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মিষ্টি আলু চাষে লাভবান কৃষক
পরবর্তী নিবন্ধমহাসড়কে স্ক্র্যাপ বোঝাই খোলা ট্রাক, আতঙ্কে চালকরা