বিক্রি হচ্ছে আইয়ুব বাচ্চুর টি-শার্ট

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে তার পরিবার। যা বেশ জটিল ও ব্যয়বহুল। তাই এবার এলআরবির টি-শার্ট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলআরবির পেজ থেকে জানানো হয়, কিংবদন্তির দীর্ঘ ক্যারিয়ারে অবসর মেলেনি কখনো। কখনো এক শহর থেকে আরেক শহর, এক মঞ্চ ছেড়ে আরেক মঞ্চ অথবা কখনো এক দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশের সীমানায় ছুটে বেড়িয়েছেন পুরোটা জীবন জুড়ে। আইয়ুব বাচ্চু শেষ সময় গুলিতে তার ভক্তদের সাথে কাটানো সময়গুলি উপভোগ করতেন। ভক্তদের আবদার রাখার তাগিদেই শেষ দিকে তার নিজের তত্ত্বাবধানে এবি কিচেনের বেশ কিছু ফ্যান কালেটিবলস টিশার্ট তৈরি করেছিলেন। আইয়ুব বাচ্চু তার নিজের হাতেই এই টিশার্টগুলির কিছু অংশ শুভেচ্ছা উপহার হিসেবে তার কাছের বন্ধু ও ভক্তদের উপহার দিয়েছেন। এমনকি কিংবদন্তি ও তার প্রাক্তন ব্যান্ড মেম্বাররাও এই টিশার্টগুলি পরে অনেক কনসার্ট ও স্টুডিও শোতে উপস্থিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের প্রস্তাবে রাজি হলেই চড়!
পরবর্তী নিবন্ধবাঁধন আজ আসছেন সিলভার স্ক্রিনে