গত ২০শে জুন সরকারের পক্ষ থেকে ইঞ্জিনে রূপান্তর করা ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা শুরু হয়।
এ উদ্যোগ নিঃসন্দেহে দেশ ও মানুষের মঙ্গলের জন্যই গ্রহণ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার এ তৎপরতাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু প্রায়োগিক দিক দিয়ে উদ্যোগটির দূরদর্শীতা বিভিন্ন মহলের মাঝে প্রশ্নবিদ্ধ। একটি বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকার একমাত্র উৎস এই রিকশা কিংবা ভ্যান। সড়ক থেকে এগুলো উচ্ছেদ করলে তাদের কর্মসংস্থান পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর্থিক অনটনের মুখোমুখি হয়ে তারা এবং তাদের পরিবারের সদস্যদের না খেয়ে দিন কাটাতে হবে। এদের মধ্যে অনেকে ঋণের বোঝা মাথায় নিয়ে রিকশা ক্রয় করেছে। তাদের দুর্দশা অবর্ণনীয়।প্যাডেল চাপতে অক্ষম এমন হাজার হাজার শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরা ব্যাটারিচালিত রিকশার উপর ভর করে নিজের ও পরিবারে ভরণপোষণ চালাচ্ছিলো। বর্তমান পরিস্থিতি তাদের পথে বসার অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। ভুক্তভোগীদের এমন পরিস্থিতি ও কান্না-আহাজারি আমরা দেখতে চাই না। অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের জীবিকা নিশ্চিত করা হোক।এ বিষয়টি সমাধানের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আ. রহমান দেওয়ান, শিক্ষার্থী, রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ