চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাতিয়াখোলা সানোয়ারা ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতক জমি দান করেছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুজিবুর রহমান। গত সোমবার সকালে রেজিস্ট্রিমূলে স্কুলের নামে জমি দানপত্র করে দেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানোয়ারা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক নবাব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম হেলালী, সানোয়ারা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ। জমির দলিল হস্তান্তরকালে মুজিবুর রহমান বলেন, এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন আমার পিতা নুরুল ইসলাম বিএসসি। এই এলাকাকে আলোকিত করতে স্কুলটি ভূমিকা রেখে চলেছে।