বিআইটিআইডি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বাস প্রদান

| শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বার পরিচালক ও কমিউনিটি পুলিশের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের নিজ অর্থায়নে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিস, চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতের সুবিধার্থে ডা. নাসিরের হাতে বাসের চাবি হস্তান্তর করেন। গতকাল শুক্রবার অহিদ সিরাজ চৌধুরী স্বপন এম এ আজিজ স্টেডিয়াম মূল ফটকের সামনে বাস হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, মোহাম্মদ শফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌপথে ভূষির বস্তার নিচে কাঠ পাচারের চেষ্টা
পরবর্তী নিবন্ধপাহাড়ে বিপন্ন নীল শীস দামা