নৌপথে ভূষির বস্তার নিচে কাঠ পাচারের চেষ্টা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

এবার নৌকায় ভূষি পরিবহনের নামে অভিনব পদ্ধতিতে কাঠ পাচারের চেষ্টা চালিয়েছে পাচারকারীরা। কিন্তু ৪১ বিজিবির অভিযানে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।
জানা গেছে, কর্ণফুলী নদী পথে প্লাস্টিকের বস্তায় ভরে নৌকা ভর্তি কাঠের ভূষি পরিবহন করা হচ্ছিল। কর্ণফুলী নদীতে ৪১ বিজিবি চেক পোস্টে বিজিবি তল্লাশি চালালে নৌকায় প্লাস্টিকের বস্তার নিচে থরে থরে সাজানো বিভিন্ন প্রকারের কাঠের সন্ধান পায়। এসব কাঠ সংরক্ষিত বন থেকে অবৈধ উপায়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এসময় ভূষিসহ নৌকাটি জব্দ করা হয়। পরে নৌকা থেকে ১৬১ ঘনফুট বিভিন্ন প্রকারের কাঠ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা হবে বলে সূত্রে জানা গেছে। কর্ণফুলী নদী পথে অভিনব পদ্ধতিতে কাঠ পাচার চেষ্টার সত্যতা নিশ্চিত করেছেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সিএনজি টেক্সি ফসলি জমিতে আহত ৩
পরবর্তী নিবন্ধবিআইটিআইডি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বাস প্রদান