বায়েজিদে দখলমুক্ত হলো ৪০ শতক জায়গা

আজাদী অনলাইন | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৭:১১ অপরাহ্ণ

নগরীর বায়েজিদ এলাকার শেরশাহ মেইন রোড, শিল্পএলাকা রোড, আবাসিক এলাকা রোডে প্রায় ৪০ শতক জায়গা দখলমুক্ত হয়েছে। এসময় প্রায় ২ শতাধিক অবৈধ দোকানপাট ও দখলদারকে উচ্ছেদ করা হয়।
আজ রবিবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালায়। বাংলানিউজ
অভিযানকালে চসিক-এর প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, র‌্যাব-৭, বায়েজিদ থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ৩০ আনসার ব্যাটেলিয়াম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পিডিবিসহ সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, নতুন শনাক্ত ১২০৯
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পুলিশের উপর হামলায় মামলা, গ্রেফতার ১০