বায়তুশ শরফ মজলিসুল ওলামার মতবিনিময়

| সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের উদ্যোগে গত ২৬ নভেম্বর এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আল্লামা শায়খ আবদুল হাই নদভীর সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসাবে ‘আলেম সমাজের ঐক্য ও তাসাউফের হাকীকত’ শীর্ষক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন চবি আরবী বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের। তিনি বলেন, আলেমগণ সত্যের বাহক এবং মানবগোষ্ঠীর পথপ্রদর্শক। তাদেরকে উপেক্ষা করে সমাজের অন্য কোন গোষ্ঠীর পক্ষে বাংলাদেশের বিবদমান পরিস্থিতিতে ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করা অসম্ভব। তিনি বলেন, আলেমগণ বিভিন্ন প্রকার দ্বীনি খিদমতে নিয়োজিত থাকলেও পারস্পরিক দ্বন্দ্ব- এবং দুর্বল মানসিকতার কারণে তাদের মধ্যে দেশ ও জাতির জন্য বড় কিছুু করার সংকল্প সৃষ্টি হয়না। তিনি আলেম-ওলামাদের কোরআন-সুন্নাহর এলমের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান, ভাষাতত্ত্ব ও সমকালীন বিষয়ে প্রচুর জ্ঞান লাভ করে পারদর্শিতা অর্জন করতে হবে, তবেই সম্ভব ইসলাম বিদ্বেষী শক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা। সভাপতির বক্তব্যে আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী বলেন, মতানৈক্যের মাঝে মতৈক্য প্রতিষ্ঠাই ছিল মজলিসুল ওলামা গঠনের মূল লক্ষ্য। আধ্যাত্বিকতা, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আর্তমানবতার সেবার পাশাপাশি আলেম সমাজের ঐক্যবদ্ধ প্লাটফরমই ছিল বায়তুশ শরফের প্রধান রূপকার আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.)র আমৃত্যু লালিত স্বপ্ন। তিনি বলেন, শরিয়ত অনুযায়ী আমল করার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করে প্রজ্ঞাবান হওয়াই তরিকতের উদ্দেশ্য। সভায় স্বাগত বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মামুনুর রশীদ নূরী।
আলোচনা করেন অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। মুহিউদ্দিন মাহ্বুবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ ড. আবদুল কাদের, কাজী শিহাব উদ্দীন, মুফতি আহমদুর রহমান, ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মুঈন, কাজী জাফর আহমদ, অধ্যক্ষ আবদুল হামিদ, নুরুল আলম ফারুকী, হাফেজ মুহাম্মাদ ইসহাক, অধ্যক্ষ বদিউল আলম, অধ্যক্ষ হামেদ হাছান, ড. মাহ্বুবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি পরিদর্শনে ইউজিসি চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের মতবিনিময়