বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

ক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মো. নোমান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ইউনিয়নের কেইপিজেড গেইটের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা এস আলম পরিবহনের ৩/৪টি গাড়ি ভাংচুর করে। এতে প্রায় আধঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এ সময় প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী মো. নোমান ঘটনাস্থলেই প্রাণ হারায়। তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবদুর রব সওদাগর বাড়ির মৃত ইলিয়াস হোসেনের দ্বিতীয় পুত্র। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় মোহাম্মদ মুছা নামের এক যুবক জানান, নিহত নোমান বাইসাইকেল নিয়ে দৌলতপুর হাইস্কুল সড়ক থেকে মূল সড়কে উঠছিল। এ সময় দ্রুতগামী একটি এস আলম পরিবহনের গাড়ি তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। সে দৌলতপুর হাইস্কুলের ছাত্র ছিল। আর্থিক সমস্যার কারণে লেখাপড়া ছেড়ে দিয়ে সে রাজমিস্ত্রির কাজ করত।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, দুর্ঘটনার পর ছেলেটাকে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে যায়। সে মারা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দুর্ঘটনার পর কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকলে পরে স্বাভাবিক হয়ে যায়। গাড়িটি আটক করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী ও পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধবর্জ্য থেকে হবে জৈব সার ও ডিজেল