কমিশনার কলোনি, ঝাউতলা রেলওয়ে কলোনি-, পিপি কলোনি, ভাঙ্গাপুল, বাস্তহারা, ফ্লোরাপাস এলাকায় গণসংযোগ ও পথসভায় ১৩নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, “বাসাবাড়িতে তল্লাশি ও গ্রেফতার করে পরাজয় ঠেকানো যাবে না। সরকার দলীয় প্রার্থীরা রাতের আঁধারে পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলছে।”
দুলাল আরো বলেন, “রাষ্ট্রীয় বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের আতঙ্কে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যদিকে নির্বাচন কমিশনার সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”
গণসংযোগ পরবর্তী পথসভায় জাহাঙ্গীর আলম দুলাল ধানের শীষ-ঘুড়ি প্রতীকে ভোট চান।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন এবাদুল্লাহ, রফিকুল ইসলাম, শেখ ফোরকান, আব্দুল আওয়াল টিপু, মোহাম্মদ মিল্টন, মো. কামাল, মো. জসিম, আব্দুর রহমান, মো. কুদ্দুস, জিনু মিয়া স্বপন, দেলোয়ার হোসেন কালা, মো. শহীদ, হুমায়ুন কবির, এনামুল করিম মানিক, রবিউল আলম রবু, মো. ফরিদ, মো. হুমায়ুন, মো. বাবুল, মো. জয়নাল, মো. জাফর, নূর হোসেন, মো. শাহাদাত হোসেন, মো. হোসেন, মো. জসিম, মাসুদ, মো. ফারুক, মো. লিটন, কাউসার বাবু, মো. সুমন, নবী হোসেন, মো. ফারুক, মো. নাজির, মো. বেলাল, মো. জুয়েল, মো. আশিক, মো. ইয়াসিন, মো. রবিউল ইসলাম, শরিফ, মো. আলাউদ্দিন, মো. আকাশ, মো. মাইনুদ্দিন, মোবারক হোসেন, রুহুল আমিন, মো. মুরাদ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন সাইফ, মহিলা দল নেত্রী মনি আক্তার সহ নেতৃবৃন্দ।