বারুদগন্ধী মানচিত্র

আশীষ সেন | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

কাছে এসো, সম্মুখে দাঁড়াও, বসে আছি
ফণীমনসার ঝোঁপে
ডুব দিয়ে মুখ ঢেকে, বুদবুদ ভাসে জলের রেখায়,
দূরে দাঁড়িয়ে কচি শিশুটির মতন কলাপাতা দুলছে।

যাবো কি যাবো না বুক পুড়ে যায়, পুড়ে যায়
ছোঁব কি ছোঁব না দিন চলে যায়, চলে যায়।

আমরা পতাকা পুঁতেছি দণ্ডে, যাবো কোথায়?

এই সেই বুকের ভেতর বারুদগন্ধী মানচিত্র
অঘ্রাত অঘ্রাণে হাজার বছরের সুর-তান-লয়
আমাকেই শুধু কানে কানে বলে বুকে টেনে নিয়ে,
থেকে যাও, কেড়ে নাও আগুন ফোটাও
শ্রাবণে চৈত্রে বারমাসে।

পূর্ববর্তী নিবন্ধরাত অভিসার
পরবর্তী নিবন্ধনির্বাচিত কবিতা: আদিবাসীপর্ব