বারইপাড়া খাল খনন শুরু হচ্ছে

আম বাগান সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন কাল

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটস্থ বারইপাড়া খাল খনন কাজ শুরু হচ্ছে কাল। এই খনন কাজ মাইজপাড়া তাজুল ইসলাম বিদ্যালয় সংলগ্ন স্থানে উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। এছাড়াও মন্ত্রী একই দিন আমবাগান রোডের উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ৩২৬ কোটি টাকা ব্যয়ে খাল খনন প্রকল্প ২০১৭ সালের নভেম্বরে একনেক সভায় অনুমোদন দেয়া হয়। ইতিমধ্যে ভূমির অধিগ্রহণ মূল্য বৃদ্ধির কারণে প্রকল্পটি ১২৫৬ কোটি টাকায় সংশোধিত হয়ে একনেক সভায় পুনরায় অনুমোদন দেয়া হয়। প্রকল্পের অধীনে ২৫.২৩৫ একর ভূমি অধিগ্রহণের মাধ্যমে ২.৯ কি.মি. খাল, খালের দুইপাশে ২০ফিট প্রশস্তের ৫.৫ কি.মি ফুটপাত সহ রাস্তা নির্মাণ করা হবে। এই ভূমি অধিগ্রহণের জন্য চসিক কর্তৃক চট্টগ্রাম জেলা প্রশাসনকে ৯১১.৮৭ কোটি টাকা প্রদান করা হয়। জেলা প্রশাসন ২০ সেপ্টেম্বর ২০২১ এ ৬.৯৫ একর ভূমি চসিককে দখল হস্তান্তর করে। ২০২৪ সালের জুলাইএর মধ্যে প্রকল্পটি শেষ করার মেয়াদ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গত ২০১৯ সালে আমবাগানে ২৮৭৫ মিটার দৈর্ঘ্য ও ১২মিটার প্রশস্থ রাস্তার উন্নয়ন কাজ সরকার ও চসিকের যৌথ অর্থায়নে ১১কোটি ৫২লক্ষ টাকা ব্যয়ে শুরু করা হয়। রাস্তার দুপাশে ৩৫০০মিটার নালা, ৩১১০মিটার ফুটপাত ও ৩৬৫মিটার প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়। এ প্রকল্পটির কাজ সমাপ্ত হওয়ায় মন্ত্রী তা উদ্বোধন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধময়লার ট্রাকের ধাক্কায় ঢাকায় ফের ঝরল প্রাণ
পরবর্তী নিবন্ধকবিতার বিশুদ্ধ কথামালায় রুখতে হবে সাম্প্রদায়িকতা