বান্দরবানে বিভিন্ন ধর্মীয় প্রধানদের নিয়ে সম্মেলন

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রধানদের নিয়ে সম্মেলন গতকাল বুধবার বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। অতিথি ছিলেন বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল শফিউল আজম পারভেজ ও বান্দরবান জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ মঈনুল হক, রুমা জোন কমান্ডার লে. কর্নেল হাসান শাহারিয়ার ইকবাল, ডিজিএফআই কমান্ডার লে. কর্নেল নাদির হোসেন চৌধুরী, বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপল লে. কর্নেল সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বৌদ্ধ, হিন্দু ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা। প্রধান অতিথি বলেন, বান্দরবান পার্বত্য জেলায় শান্তি, সমপ্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখা এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থানীয় জনগণের মধ্যে অধিক আস্থা অর্জন ও সম্পর্ক উন্নয়নই আজকের সম্মেলনের মূল লক্ষ্য। তিনি বলেন, শুধু নিরাপত্তা নয় পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্যতা, সমতা, সহাবস্থান এবং সমপ্রীতির উন্নয়নসহ সকলের সমঅধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। ধর্মীয় প্রধানরা আপনারা যে যার অবস্থান থেকে সমাজকে আলোর পথ দেখাচ্ছেন। যার ফলে সকল ধর্মের মানুষজন নৈতিকতার শিক্ষা পাচ্ছে, ভালো-মন্দের মধ্যে তফাৎ করতে শিখছে। সকল ধর্মই শান্তির কথা বলে, সমপ্রীতির কথা বলে। কোনো ধর্মই সহিংসতার শিক্ষা দেয় না।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সনদপত্র ও ভাতা প্রদান
পরবর্তী নিবন্ধওস্তাদ আজিজুল ইসলামের সাম্মানিক ফেলোশিপ অর্জন