ওস্তাদ আজিজুল ইসলামের সাম্মানিক ফেলোশিপ অর্জন

| বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাংলা একাডেমির ৪৪তম বার্ষিক সভা গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৭ বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২১ প্রদান করা হয়। তাঁরা হলেন মতিয়া চৌধুরী, আজিজুর রহমান আজিজ, ভ্যালোরি এ টেইলর, ওস্তাদ আজিজুল ইসলাম, শেখ সাদী খান, ম হামিদ ও গোলাম কুদ্দুছ।
উল্লেখ্য, ২০১৭ সালে শাস্ত্রীয় সংগীতে বিশেষ অবদানের জন্য আজিজুল ইসলাম একুশে পদকে ভূষিত হন। তিনি চট্টগ্রামের খান বাহাদুর আবদুস ছাত্তারের দৌহিত্রী শিশু বিশেষজ্ঞ ডা. আঞ্জুমান আরা ইসলামের স্বামী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিভিন্ন ধর্মীয় প্রধানদের নিয়ে সম্মেলন
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে : এমপি মোস্তাফিজ