বান্দরবানে ইয়াবাসহ আটক ৮

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বান্দরবানে ইয়াবাসহ চিহ্নিত ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় আইনশৃংখলা বাহিনী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন আক্তার হোসেন, মো. সোহেল, মোহাম্মদ আলী, মো. শাহিন, নুরুল আলম, রমজান আলী, নান্টু দাস এবং রকি। ঘটনার সত্যতা নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক আলী আহমদ খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ব্যবসা চালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএমসিসিআই’র সাধারণ সভায় তিন বছরের অডিট রিপোর্ট পেশ
পরবর্তী নিবন্ধমেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে মেট্রোপোল স্কলারশিপ ভূমিকা রাখছে